- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩-৮-২০২৩, সময়ঃ রাত ০৮:১২
গোবিন্দগঞ্জে তথ্য চাইতে গিয়ে হামালা ও মারধরের শিকার ৫ সাংবাদিকহাসপাতালে ভর্তি
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ বৃহস্পতিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ৫ সাংবাদিক মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার শোলাগাড়ী দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। হামলার মারপিটের শিকার সাংবাদিকরা হলেন মশিউর রহমান বাবু (মাইটিভি), শাহিন আলম (সকলের খবর) ফরহাদ হোসেন ফিটুল (নবরাজ), জোদাইদুর রহমান সাগর (আজকের জনগণ) ও তাদেরকে আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আবু তারেকের অবস্থার অবনতি হওয়ায় উন্ননত চিকিৎসার জন্য শজীমেক হাপাতালে প্রেরণ করা হয়।
আহত সাংবাদিক শাহিন আলম জানান, উপজেলার শিবপুর ইউনিয়নের শোলাগাড়ী দাখিল মাদ্রাসার নৈশ্য প্রহরী রিপন কারাবন্দী থেকেও বেতন পাচ্ছেন। এই অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা জানার জন্য উক্ত মাদ্রাসায় যাওয়া হয়। মাদ্রাসা সুপার মিনহাজ উদ্দিনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে উঠেন। এক পর্যায়ে তার নেতৃত্বে কারাবন্দী নৈশ্য প্রহরী রিপনের বাবাসহ অন্যান্য শিক্ষকরা তাদের ওপর হামলা ও এলোপাথাড়ি মারধর করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ হেদায়েতুল ইসলাম জানান, আহত সাংবাদিকদের মধ্যে আবু তারেককে আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার এস আই প্রলয় কুমার বর্মা জানান, ঘটনাস্থলে থেকে আহত সাংবাদিকদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। অভিযুক্তদের পাওয়া যায়নি। এবিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলে মাদ্রাসার সুপার মিনহাজ উদ্দিনের ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্ বলেন, এবিষয়ে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এ ঘটনার পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্র্বাহী অফিসার মো: আরিফ হোসেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবির আহত সাংবাদিকদের দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এ ঘটনায় এক জরুরী সভায় গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি জানিয়েছেন।